• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

রাজনীতি

মাদারীপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করেছেন দলের নেতাকর্মীরা। শুক্রবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে দলীয় পতাকা হাতে এতে অংশ নেয় ৫টি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে পুরানবাজার রেইন্ট্রি তলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, এক দফা ও এক দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। এজন্য বর্তমান সরকারকে পদত্যাগের দাবী জানান তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকিরসহ অনেকেই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads